রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ও নিমতলা কলেজের যৌথ আয়োজনে ক্যারিয়ার প্ল্যানিং ও উচ্চ শিক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আহাম্মদ আলী।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন প্রফেসর ড. মোহাঃ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ট্যাস্টি বোর্ডের সদস্য জুলফিকার আলী,মিরপুর উপজেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক কারশেদ আলম, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রকৌশলী একরামুল আলীম। সভা পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা এবং সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান আলী। সেমিনারে শতাধিক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ক্যারিয়ার প্লানিং এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এর মাধ্যমে ছাত্রছাত্রীদের ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করা হয়।
মূখ্য আলোচকের বক্তব্যে ড. জহুরুল ইসলাম বলেন মূল্যবোধ ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে সঠিক ক্যারিয়ার গঠন সম্ভব।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ