এ বছর দেশি পশুতেই মিটবে কোরবানির চাহিদা। কোরবানির জন্য প্রায় এক কোটি ১৮ লাখ গরু, ছাগল, ভেড়া, মহিষ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এবারের ঈদে কোরবানির গরুর জন্য ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোর ওপর নির্ভর করতে হবে না বলেও আশ্বস্ত করেছেন কর্মকর্তারা।

প্রাণি সম্পদ অধিদপ্তরের হিসাবে, দেশে নিবন্ধিত গবাদী পশুর খামার ৬৬ হাজার, আর অনিবন্ধিত ৭০ হাজার। এসব খামারে এবারের কোরবানির জন্য গরু ও মহিষ প্রস্তুত রয়েছে ৪৫ লাখ এবং ছাগল ও ভেড়া প্রস্তুত ৭২ লাখ। এ বছর এক কোটি ১০ লাখ পশু কোরবানি হতে পারে বলে ধারণা করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।কর্মকর্তারা জানান, গত কোরবানির ঈদে এক কোটি ১৫ লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত ছিল। জবাই করা হয়েছিল এক কোটি পাঁচ লাখ। এই হিসাবে এবারও যথেষ্ট সংখ্যক দেশি পশু রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।

বিশেষজ্ঞরা বলছেন, পশু ব্যবসায়ীরা ন্যায্য মূল্য পাবেন এ বছর। গতবার অনেকেই গরু নিয়ে বাড়ি ফিরলেও এ বছর তা হবে না বলে আশা তাদের।কোরবানি ঈদ সামনে রেখে সীমান্তে ভারতীয় গরুর অনুপ্রবেশ বন্ধে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে