ঈদ সামনে রেখে জমজমাট দেশের বিভিন্ন জেলা শহরের বিপনী বিতানগুলো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, পছন্দের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা। আর বিক্রিতে সন্তুষ্ট ব্যবসায়িরাও। শুধু বিপনী বিতানই নয়, জমে উঠেছে জেলা শহরের ফুটপাতের কেনাকাটাও।
ঈদ যতই এগিয়ে আসছে, সারাদেশের বিপনী বিতানগুলোয় ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। গোপালগঞ্জে সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটা। নানা ডিজাইনের পোশাক থাকলেও সুতির ব্যাপারে ক্রেতাদের আগ্রহ বেশি। কেনাকাটা নিরাপদ রাখতে মার্কেটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার।
পর্যটনের জেলা রাঙ্গামাটির ঈদবাজারেও ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। ব্যবসায়িরা জানালেন, এবার পণ্যের দাম ক্রেতার নাগালেই রয়েছে। নড়াইলে বিভিন্ন বিপনি বিতানের পাশাপাশি জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা।
চাঁদ রাত পর্যন্ত এই কেনাকাটা চলবে বলে জানালেন ব্যবসায়িরা।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ








