কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে প্রায় অর্ধলক্ষাধিক বাসিন্দাদের নিয়ে শান্তি প্রিয় একটা জনপদ গড়ে উঠেছে। যে ইউনিয়নের গৌরবগাথা ইতিহাস কুষ্টিয়ার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে যুগের পর যুগ। বহু প্রতিকূলতা পেরিয়ে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি মডেল টাউনে পরিণত হতে চলেছে বহু ইতিহাসের সাক্ষী হাটশ হরিপুর ইউনিয়ন।

বিগত কয়েক বছর আগেও এই ইউনিয়নের গল্প ছিলো অবহেলিত। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মাহাবুব উল আলম হানিফ এমপি মহোদ্বয়ের একান্ত প্রচেষ্টায় হরিপুর বাসীকে শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতু (চলাচলের জন্য টোল ফ্রি) উপহার দেওয়ার মধ্যে দিয়ে এই জনপদের জীবন মান উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন হয়েছে বহুগুণে। হরিপুরের হাজার হাজার মানুষদের করুন ভোগান্তি নিরসন হয়েছে।

কিন্তুু একটি ভোগান্তি রয়েই গেছে। দীর্ঘদিন ধরে হরিপুর বাসী কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সরবরাহ করা বিদ্যুৎ নিয়ে জনদুর্ভোগ শুরু হয়েছে কয়েক দশক ধরেই। পল্লী বিদ্যুতের অদক্ষ অযোগ্য ও দূর্নীতিগ্রস্হ ব্যবস্থাপনা ও বিদ্যমান  কারিগরি অক্ষমতা নিরসনের সম্ভাবনা আগামী এক যুগের মধ্যেও কোন সম্ভাবনা নেই। সেকারণে বর্তমানের এই জরাজীর্ণ গ্রস্হ পল্লী বিদ্যুতের কাছে ভোগান্তিমুক্ত বিদ্যুৎ সেবা নিশ্চিতের আশা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। কিছুদিন আগে পল্লী বিদ্যুৎ কয়েক লাখ টাকা ব্যয়ে ১১কেভি  হরিপুরের বিদ্যু সন্চালন লাইন করা হলেও সেটার উপকার ভুক্তভোগী এলাকাবাসীর কাছে কমই মিলছে।

বিগত কয়েক দিনের গরমে প্রাণীকুল যখন হাঁসফাঁস খাচ্ছে তখন পল্লী বিদ্যুতের লোডশেডিং এর মাত্রা কম হলেও সন্ধ্যা থেকে শুরু করে রাতভর লো ভোল্টেজের কবলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। যেখানে সাধারণ বৈদ্যুতিক বাল্ব ঝাপসা হয়ে জোনাকির আলোর মতো জ্বলে সেখানে লো ভোল্টেজ এর প্রভাব বুঝতে কারো বাকী নেই। যার ফলে হরিপুরের প্রায় অর্ধলক্ষাধিক বাসিন্দারা রাত নামলেই লো ভোল্টেজের কবলে কোমলমতি শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সকলে অসহনীয় পরিস্থিতিতে হিমশিম খায়। লো ভোল্টেজ নিয়ে বেশ কয়েকবার প্রতিবেদন করে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কাছে অভিযোগ করা হলেও সেটার সুরাহা না হওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তাই হরিপুরের প্রায় অর্ধ লক্ষাধিক বাসিন্দাদের দাবী পল্লী বিদ্যুতের এই ভোগান্তি তথা পল্লী বিদ্যুতের বন্দী দশা থেকে সাধারণ মানুষ মুক্তির জন্য শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতুর উপর দিয়ে ভোগান্তি হীন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কুষ্টিয়া ওজোপাডিকোর বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মাহাবুব উল আলম হানিফ এমপি মহোদ্বয়ের সুদৃষ্টি কামনা করা হলো।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে