আদালতের নির্দেশের পরেও বাজারে নিম্নমানের ৫২ পণ্য এখনও বিক্রি হচ্ছে। দোকানীরা জানিয়েছেন, কোম্পানীগুলো পণ্য সরিয়ে না নেয়ায়, রাখতে বাধ্য হচ্ছেন তারা। আর নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার কর্তৃপক্ষ বলছে, আদালতের নথি হাতে না পাওয়ায় ব্যবস্থা নিতে পারছে না তারাও।
মানহীন হওয়ায় বিএসটিআই এর প্রতিবেদন অনুযায়ী প্রাণের হলুদের গুড়া তুলে নিতে নির্দেশ দিয়েছে আদালত। তবে সোমবারও সেগুনবাগিচা বাজারে পণ্যটি চাইতেই বের করে দেন দোকানী।রুপচাঁদা সরিষার তেল, এসিআই লবণ, ড্যানিসের হলুদের গুড়া সব নিম্নমানের পণ্যই রয়েছে বাজারে। দোকানীদের দাবি, এসব পণ্য বিক্রি বন্ধে কোম্পানী থেকে তাদের কাছে কোনো নির্দেশনা নেই। জানা নেই ক্রোতাদেরও।বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ৫২টি পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে বলেছে আদালত। ১০ দিনের মধ্যে তিন সংস্থাকে অগ্রগতি প্রতিবেদন দিতেও বলা হলেও মাঠে নেই কেউ।
এসব মানহীন পণ্য বাজার থেকে সরিয়ে নেয়ার পাশাপাশি ধ্বংস করার নির্দেশও দিয়েছে আদালত।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














