ফেরি সঙ্কটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।
দুই তীরে আটকে আছে আট শতাধিক যানবাহন। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরী হয়েছে। আর রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে তৈরী হয়েছে দীর্ঘ যানজট। ঘাট কর্তৃপক্ষ জানায়, রমজান উপলক্ষে পণ্যবাহী ট্রাক চলাচল বেড়ে যাওয়ায় দু’পাড়েই বেড়েছে যানবাহনের চাপ। পরিস্থিতি বিবেচনায় যাত্রীবাহী পরিবহনগুলোকে আগে পার করা হচ্ছে।
এতে দু’পারে আটকে আছে পণ্যবাহী ট্রাক।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














