ইসলামী বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.সি’র বীরশ্রেষ্ট হামিদুর রহমান মিলনায়তনে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রথম স্টকহোল্ডার ৩৩টি বিভাগের নির্বাচিত ১৫০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে দিনভর “স্টকহোল্ডার অন কোয়ালিটি এ্যাসুরেন্স” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী সেমিনারের প্রথম সেশনে (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. কে. এম. আব্দুস ছোবহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষাপটে সময় উপযোগী বিষযগুলোকে তোমাদের জানতে হবে।
মনে রাখতে হবে তথ্য প্রযুক্তির এই যুগে যার কাছে যত বেশি তথ্য থাকবে সে তত বেশি সমৃদ্ধ। তিনি বলেন, জ্ঞান বিতরনের ও গ্রহনের জন্য অর্থবহ পরিবেশ গড়ে না তুললে সেই জ্ঞান বিতরন অর্থবহ হয় না। তাই আগে আমাদের শিক্ষা গ্রহনের জন্য শিক্ষা উপযোগী পরিবেশ গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, তোমরা আজ এই কর্মশালায় যা কিছু শিখবে তা তোমাদের বর্তমান শিক্ষাজীবনে ও ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগবে। আমরা সবাই পরিবার থেকে এসেছ্,ি কেউ বিছিন্ন দ্বীপের মানুষ নয়। পরিবারের বাবা-মার কাছ থেকেই আমরা জীবনের শুরুতেই সব ধরনের নৈতিক ও সামাজিক শিক্ষা পায়। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে উন্মুক্ত শিক্ষা চর্চার ক্ষেত্র। এখান থেকে তোমরা সব বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে। তাই তোমাদের মুল কাজটি হবে মানসম্মত শিক্ষা গ্রহন করা। অপর বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, সুনিদিষ্ট পরিকল্পনা ছাড়া কিছুই হয় না। তোমাদেরকে সুনিদিষ্ট পরিকল্পনার আলোকে স্বপ্ন দেখতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।
তিনি বলেন, যেকোন কিছু পেতে হলে আগে মন প্রাণ দিয়ে চাইতে হবে এবং সে অনুযায়ী চেষ্টা করতে হবে তাহলেই কাঙ্খিত লক্ষে পৌছানো সম্ভব। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. কে.এম.আব্দুস ছোবহান। সেমিনারের দ্বিতীয় সেশনে রিসোর্স পারর্সন হিসাবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। সেমিনারে ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ