ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝড়ে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনা – কুষ্টিয়া মহাসড়কে গাছ পড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার ৫টার সময হঠাৎ ঝড় বৃষ্টির এসময় ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার ছালাভরা বড় দীঘিরপাড় নামক স্থানে সড়কের উপর একটি গাছ ভেঙ্গে পড়ে। এতে  ঘন্টাব্যাপি সড়কর সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফলে ঘটনাস্থলের উভয় পাশে শত শত যাত্রীবাহি বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যান আটকে পড়ে। ফলে দূর্ভোগে পড়ে রাস্তায় চলাচলকারী মানুষ। ৬টার সময় সাধারণ পাবলিক ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে গাছ কেটে পরিস্কার করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মামুন অর রশিদ জানান,হঠাৎ ৫ টার দিকে ঝড়ে গাছ ভেঙ্গে পড়ে রাস্তায়,এরপর স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মিরা সড়ক থেকে গাছ সরাতে সক্ষম হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
রামিম হাসান
ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে