রাজধানীর গুলশান-এক ডিএনসিসি মার্কেটের সকালের আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কাঁচা বাজারের প্রায় দুইশো ব্যবসায়ী। দুই বছর আগের আগুনে একবার ক্ষতিগ্রস্ত এইসব ব্যবসায়ী ধার-দেনা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। আবারো পুড়ে ছাই হয়ে গেল তাদের স্বপ্ন।

ডিএনসিসি মার্কেট কাঁচা বাজারে নয় নম্বর দোকান মেসার্স জাকির ট্রেডার্স। দুইভাই জাকির হোসেন ও দোলোয়ার হোসেন যৌথভাবে পরিচালনা করতেন দোকানটি। বাদাম, ঘি, তেলসহ নানা পণ্য বিক্রি করতেন তারা। এর দিয়েই চলতো তাদের এগারো জনের সংসার।শনিবার ভোরের আগেুনে পুরো দোকান পুড়ে ছাই। তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।শুধু জাকির হোসেনই নয়। ক্ষতিগ্রস্ত হয়েছেন কাঁচা বাজারের অনেক ব্যবসায়ী। বার বার এই মার্কেটের অগ্নিকান্ডের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিলো না এখানে। ২০১৭ সালে আগুনের ঘটনার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে ৩ থেকে ৪ বার নোটিশ দেওয়া হয় মার্কেট কর্তৃপক্ষকে। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি ব্যাবসায়ীরা। আগুনে পুড়ে গেছে প্রায় দুইশো চারটি দোকান।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে