বাস চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে আবারো উত্তাল ঢাকা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়কে নেমে অবরোধ ও বিক্ষোভ করছে। তারা নিরাপদ সড়ক প্রতিষ্ঠাসহ আট দফা দাবি জানিয়েছে। ছাত্রদের বিক্ষাভ-অবরোধে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। চাপা দিয়ে আবরারকে হত্যার দায়ে বাস চালকের নামে মামলা করেছে তার বাবা। এদিকে, এ ঘটনায় নিহতের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতপূরণ দেয়ার নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

নিরাপদ সড়কসহ আটদফা দাবিতে আবারো সড়কে নেমেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে প্রগতি সরণির যমুনা ফিউটার পার্কের সামনের সড়কে বসে পড়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে এতে যোগ দেয় বিইউপিসহ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা। এছাড়া ফার্মগেট এলাকায় সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ ও বিক্ষোভ করছে। সায়েন্স ল্যাবরেটরি এলাকায় রাস্তায় যানবাহনের লাইসেন্স পরীক্ষা করছে শিক্ষার্থীরা। পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

গত বছর বাসের চাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনের পর নানা পদক্ষেপ নেওয়া হলেও সড়কে মৃত্যুর মিছিল থেমে নেই। এর ধারাবাহিকতায় রাজধানীতে ট্রাফিক সপ্তাহ চলার মধ্যেই মঙ্গলবার নিহত হলেন বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী (২০)। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রথম বর্ষে পড়তেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে