নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহত বাংলাদেশিদের মরদেহ গ্রহণের জন্য পরিবারের একজন সদস্যকে সেখানে নেবে দেশটির সরকার।
নিউজিল্যান্ড সরকারের তরফ থেকে বাংলাদেশ সরকারকে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। যারা বাংলাদেশ থেকে যাবেন, তারা স্বজনের মরদেহ নিয়ে দেশে ফিরতে পারবেন। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্ত করার কাজ শেষে আজ রোববারই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ৫০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩২ জনের ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নতুন প্রকাশিত তথ্যে বলা হয়েছে, নিহতদের মধ্যে শিশুসহ শিক্ষার্থী-পাইলট, প্রকৌশলী এবং স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে ওজাইর কাদির নামের শিক্ষার্থী-পাইলট নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনাল এভিয়েশন একাডেমিতে পড়ালেখা করতেন।
এদিকে, দেশটির কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে নিহতদের মরদেহ শনাক্তে কাজ করছে। মুসলিম নিয়মানুযায়ী তাদের দাফন সম্পন্ন করতেই তারা এমন উদ্যোগ নিয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন রোববার জানান, এরই মধ্যে যাদের মরদেহ শনাক্ত করা হয়েছে, তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হচ্ছে। বুধবারের মধ্যে সব মরদেহ সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছে হস্তান্তর সম্পন্ন হবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














