বুড়িগঙ্গার বিষাক্ত পানিতে ধোয়া হচ্ছে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ব্যবহার করা চিকিৎসক-রোগীর কাপড়। পরিবেশবিদ ও চিকিৎসকরা বলছেন, বুড়িগঙ্গার পানিতে এমন কিছু ব্যাকটেরিয়া আছে, যেগুলো থেকে ছড়াতে পারে মারাত্মক সংক্রমণ।

রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের কাপড় পাওয়া গেছে নদী তীরে। এ সব কাপড়ের মধ্যে আছে বেডশিট, অপারেশন থিয়েটারে ব্যবহার করা রোগী ও চিকিৎসকের পোশাক। আছে অপারেশনের সময় ব্যবহার করা বিশেষ কাপড়ও।

বুড়িগঙ্গা দখল ও দূষণে মৃতপ্রায় এক নদী। স্বচ্ছ পানি ঢেকে গেছে ময়লা আবর্জনায়। এই পানিতেই চলছে কাপড় ধোয়ার কাজ। বেশিরভাগই বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকের বেডশিট ও রোগীর ব্যবহার করা কাপড়। আছে বিভিন্ন লন্ড্রি ও ডেকোরেটরের কাপড়ও। আজিমপুর মেটারনিটি হাসপাতালে গিয়ে দেখা যায়, এ সব কাপড়ই ব্যবহার করছেন রোগীরা। ইউটিএফবি হাসপাতালেও পাওয়া গেল বুড়িগঙ্গার সেই কাপড়।

পরিবেশবিদ ও চিকিৎসকরা বলছেন, রাসায়নিক বর্জ্য এবং ব্যাকটেরিয়ার দূষণ আছে বুড়িগঙ্গার পানিতে। এগুলো মানবদেহের সংস্পর্শে এলে তা থেকে হতে পারে প্রাণঘাতি রোগের সংক্রমণ ও চর্মরোগ। ক্লিনিক ও হাসপাতালের কাপড় পরিষ্কারে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

ছবি।বিডিনিউজ২৪ থেকে নেয়া
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে