রাজধানীর নদনদী দখলমুক্ত করতে দ্বিতীয় ধাপের অভিযানের তৃতীয় দিন কেরানিগঞ্জে বসিলা সেতুর কাছে তুরাগ নদের তীরে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। বৃহস্পতিবার সেখানে নদের জায়গা ভরাট করে গড়ে তোলা ৩ টি বহুতল ভবনসহ ১০ টি স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
তবে, উচ্ছেদ অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় স্থানীয়দের মধ্যে। অনেকের অভিযোগ, উচ্ছেদ করা জায়গার সীমানা নির্ধারন করে না দেয়ায়, মালামাল ও আসবাবপত্র আগে থেকেই অন্যত্র সরিয়ে নিতে পারছেন না তারা।
তবে অভিযোগ মানতে নারাজ বিআইডব্লিউটিএ। সংস্থাটির যুগ্মপরিচালক আরিফ উদ্দিন জানালেন, সময় দিয়ে, দলিল যাচাইবাছাই করেই স্থাপনা উচ্ছেদ চলছে।

বিআইডব্লিউটিএ-এর এই কর্মকর্তা জানান, বসিলা সেতুর পাশে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটির প্রয়োজনীয় ছাড়পত্র থাকলেও, প্রতিষ্ঠানটি নির্ধারিত সীমানার বাইরেও স্থাপনা গড়েছে। তবে, এখানে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ায়, এখুনি বর্ধিত অংশ ভাঙা হচ্ছে না। বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছে বিআইডব্লিউটিএ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














