তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শফিকুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।মোঃ শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজিউন)।
মন্ত্রী তার শোকবার্তায় শফিকুল ইসলামকে একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে অভিহিত করে তার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তথ্যসচিবের শোক
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শফিকুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যসচিব আবদুল মালেক।

মঙ্গলবার সকালে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মোঃ শফিকুল ইসলামের ইন্তেকালের খবরে গভীর শোকাহত সচিব তার শোকবার্তায় বলেন, শফিকুল ইসলামের মৃত্যুতে আমরা একজন সৎ ও দক্ষ কর্মকর্তাকে হারালাম। তিনি  প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে