গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড(জিটিসিএল) আশুলিয়া প্রান্তের একটি ট্রান্সমিশন লাইনের ভালভ পরিবর্তন করার কারণে রাজধানীর গুরুত্বপূর্ন অনেক এলাকায় আজ শনিবার সকাল থেকেই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে।
রাজধানীর কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর, শ্যামলী, ধানমন্ডি, আগারগাঁও, আমিনবাজার, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই, সাভারসহ অনেক এলাকায় আজ শনিবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
জিটিসিএল সিস্টেম ডিপার্টমেন্ট অপারেশন বিভাগের (উত্তর) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুল ইসলাম খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। শফিকুল ইসলাম খান বলেন, গতকাল শুক্রবার ওই ভালভ নষ্ট হয়। ভালভ পরিবর্তনের কাজ চলছে। আজ সারা দিন লেগে যাবে। কাল থেকে হয়তো গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
পাইপলাইন সংস্কারের কারণে আজ শনিবার বৃহত্তর ঢাকার অনেক স্থানে সকাল থেকেই গ্যাস সরবারহ বন্ধ, রোববার সকালের আগে সংস্কার কাজ শেষ হবে নাহ বলে জানিয়েছে তিতাস কতৃপক্ষ।
এদিকে, তিতাসের এমন সংস্কার কাজের জন্য রাজধানীবাসীকে মাঝে মাঝেই এমন দুর্ভোগে পড়তে হয়, কিন্তু তিতাস গ্যাস কতৃপক্ষ তাদের দায় সারা বক্তব্য দিয়েই নির্বিকার থাকে। কিন্তু বিকল্প কোন ব্যবস্থা অথবা আগাম কোন সতর্কবার্তা নাহ দেওয়াই বাসা-বাড়িতে চরম দুর্ভোগে পড়ে রাজধানীবাসী।
বিগত কিছুদিন আগেও সেনপাড়া ও কাজীপাড়া এলাকায় মেট্রোরেলের অ্যালাইনমেন্টে বিদ্যমান গ্যাস পাইপলাইনে প্রান্ত ক্যাপ স্থাপনের জন্য কল্যাণপুর, দক্ষিণ পাইকপাড়া, মধ্য পাইকপাড়া, আহম্মদনগর, বশির উদ্দিন রোড, আনসার ক্যাম্প, মণিপুর, পীরেরবাগ, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া, ইব্রাহিমপুর, কাফরুল, মিরপুর-১৩, ১৪, ভাসানটেক ও এর আশপাশে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














