আবাসিক এলাকায় ব্যবসা করায় রাজধানীর উত্তরায় চার প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি- ডেসকো। সকালে অভিযান চালায় সংস্থাটির উত্তরা পূর্ব শাখা। ডেসকো কর্মকর্তারা জানান, আবাসিক এলাকার স্বাভাবিক চরিত্র ফিরিয়ে আনতে এ উদ্যোগ।

বিদ্যুৎ বিচ্ছিন্ন করা প্রতিষ্ঠানগুলো হলো, নগর ভ্যালি হোটেল, লেক ট্যারেস রেস্তোরা, উত্তরা মডেল ক্লাব ও ঢাকা প্রিমিয়াম হোটেল। ২০১৭ সালের জুলাইয়ে আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে ১০ মাসের সময় বেধে দেয় হাইকোর্ট। ব্যবসা চালাতে রাজউকের অনুমতি নেয়ারও নির্দেশ দেয়া হয়।

আদালতের আদেশ অমান্য করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ডেসকো। রাজধানীর অন্যান্য জায়গায়ও এ অভিযান চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে