সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরকারের বিদ্যুৎ বিল বাবদ বকেয়া ৬ হাজার ৮ শ’ ৮২ কোটি টাকা। সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের অধিবেশনে নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট, সরকারী কর্মকমিশন সচিবালয়, নির্বাচন কমিশন সচিবালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কাছে পাওনা ৬শ’ ৪২ কোটি টাকা।

বিভিন্ন আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বকেয়া ৭শ’ ৬৩ কোটি টাকা। আর বিভিন্ন প্রাইভেট কোম্পানির কাছে পাওনা ৫ হাজার ৪শ’ ৭৬ কোটি টাকা। আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যেই দেশের সবকটি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে