ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে দুবছর আগে যুক্ত হয়েছে ১৮টি ওয়ার্ড। তবে নাগরিক সুবিধার ছিটেফোটাও পাচ্ছেন না স্থানীয়রা। ভাঙাচোরা সড়ক, গ্যাস-পানির সংকটসহ জলাবদ্ধতা এখানকার প্রতিদিনের সঙ্গী। তবে ২৮শে ফেব্রুয়ারির ভোটের পর এ দুর্ভোগ থেকে নিস্তার মিলবে বলে আশা বাসিন্দাদের।

দনিয়ার কুদাবাজার এখন দক্ষিণ ঢাকার ৬১ নম্বর ওয়ার্ড। স্থানীয়দের যাতায়াতের প্রধান সড়ক এটি। পয়োনিষ্কাশন সংকটে শুকনো মৌসুমেও জমে আছে পানি। দনিয়া ইউনিয়ন ভেঙ্গে স্থানীয়রা এখন মেট্রোপলিটান এলাকার বাসিন্দা। কিন্তু জীবন-মান রয়ে গেছে আগের মতোই, জলাবদ্ধতার পাশাপাশি গ্যাস-পানির সংকটও এখানে তীব্র।

৬০ নম্বর ওয়ার্ডের এই খাল সুবিধার চেয়ে আতঙ্কের কারণ বাসিন্দাদের কাছে। পানির প্রবাহ ধরে রাখতে মাঝে-মধ্যে পরিষ্কার করা হলেও, আবর্জনার স্তুপ খাল পাড়েই। শুধু দুর্গন্ধ নয়, নানা পানিবাহিত রোগের কারণও এই জলাধার।

একই অবস্থা অন্য ওয়ার্ডগুলোতেও। কদিন পর হচ্ছে কাউন্সিলর নির্বাচন। তাই নতুন কিছু প্রাপ্তির আশা বাসিন্দাদের। আর এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরাও। ২৮’শে ফেব্রুয়ারি প্রথমবার সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিচ্ছেন এই ১৮ ওয়ার্ডের ভোটাররা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে