জাসদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত বীর নূর আলম জিকুর জ্যেষ্ঠ পুত্র সাইমুন কনকের অকাল মৃত্যুতে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল শক্রবার বিকাল ৩টায় কুমারখালী স্টেশন সংলগ্ন বঙ্গবন্ধু মুরাল চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জের উপস্থিতিতে  অশ্রুসিক্ত নয়নে মরহুম  সৈয়দ সাইমুন কনক কে স্মরণ করলেন কুমারখালী বাসী। সদা হাস্যোজ্জ্বল, বন্ধুবৎসল, বুদ্ধিদীপ্ত সৈয়দ সাইমুন কনকের স্মৃতিচারণে কুমারখালী উপজেলার আপামর জনসাধারণের বিভিন্ন পেশার ব্যাক্তিরা তাঁকে স্মরণ করেন অশ্রুসিক্ত নয়নে। বাদ যায়নি কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংবাদমাধ্যমের কর্মীরাও।

আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া।। বিডিটাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে