অনুমোদন ছাড়া পানি উৎপাদন ও বাজারজাত বন্ধে রোববার রাজধানীর মিরপুরে অভিযান চালিয়েছে বিএসটিআই। এ সময় আড়াই হাজারের বেশি জার ধ্বংস ও দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
রাস্তার পাশের ছোট দোকান থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁতেও অভিযান চালায় বিএসটিআই। অনুমোদনহীন পানি উৎপাদনের দায়ে মিরপুর-১ এ নামবিহীন দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সিলগালা ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
সাধারণ মানুষকে সচেতন করতে ও অবৈধ পানির ব্যবসা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিএসটিআই। রাজধানীতে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে অভিযান চালাচ্ছে বিএসটিআই। অভিযানে এখন পর্যন্ত বিভিন্ন দোকান ও পানি সরবারাহ কারখানায় তিন হাজারের বেশি পানির জার ধ্বংস করা হয়েছে।
বিএসটিআই এর উপ-পরিচালক রিয়াজুল হক জানান, মান নির্ধারণ করে দিলেও অপরিশোধিত পানির ব্যবসায় জড়িত রয়েছেন অনেকে। রাজধানীতে নিরাপদ পানি নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানান তিনি। এর আগে রোববার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠান সিলগালা ও ২ হাজার ৬০০ পানির জার ধ্বংস করে বিএসটিআই।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














