আজ পবিত্র শবেবরাত। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত এক রাত। এই রাতে বিশেষ বরকতের আশায় মুসলিম সম্প্রদায় রাত জেগে ইবাদত-বন্দেগি, নফল নামাজ আদায় ও কোরআন তেলাওয়াত করেন।
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র শবেবরাত পালনের জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান কর্মসূচি নিয়েছে। ইসলামী ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ বাদ মাগরিব থেকে রাতভর কর্মসূচির আয়োজন করেছে।
পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা মুসলিম উম্মার বৃহত্তর ঐক্য, দেশ-জাতির কল্যাণ ও বিশ্বশান্তি কামনা করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও শবেবরাত উপলক্ষে বাণী দিয়েছেন।













