একটি অত্যাবশ্যকীয় ভুমিকা
গেরিলা জীবনের দিনগুলিতে চে-র অভ্যাস ছিল প্রতিদিনের ঘটনাগুলি ব্যক্তিগত ডায়েরীতে লিখে রাখা । অসমতল কঠিন ভূখণ্ডের উপর দিয়ে দীর্ঘ পথ- যাত্রার সময় বন- শিবিরের মাঝখানে জিনিসপত্র ও অস্ত্রশস্ত্রের বোঝায় নুয়ে পড়া সারিবদ্ধ মানুষগুলো যখন ক্ষণিকের বিশ্রামের জন্য কোথাও থামত; অথবা দিনে দীর্ঘ যাত্রার বিরাম টেনে তাবু খাটাবার নির্দেশ পেত , তখন সকলের চোখে পড়ত চে-কে । কিউবানরা আদর করেই তার নাম রেখেছিল চে ।দেখা যেত চে তার নোট বই বের করে ডাক্তারদের হস্তাক্ষরের মত ক্ষুদ্র ক্ষুদ্র প্রায় অস্পষ্ট অক্ষরে ডায়েরী লিখতে বসতেন ।
এই ডায়েরীতে তিনি যা লিখে রেখেছিলেন পরে টা থেকেই তার কিউবার বিপ্লবীযুদ্ধের চমৎকার ঐতিহাসিক বর্ণনায় বিপ্লবী বিষয়বস্তু , শিক্ষামূলক ও মানবিক দিকগুলি ব্যবহার করেছেন ।
এখানে প্রতিদিনের প্রধান প্রধান ঘটনাবলি সংক্ষেপে লিখে রাখার তার যে চিরকেলে অভ্যাস ছিল , সেই সুবাদেই এইবার বলিভিয়ায় তার বীরত্বপূর্ণ যুদ্ধের শেষ মাসগুলির প্রামাণ্য এবং বিস্তারিত অমূল্য তথ্যগুলি আমাদের হাতে এসে পৌঁছেছে ।
(চে গুয়েভারার ডায়েরী থেকে… চলবে )