রাজধানীর বিভিন্ন এলাকায় খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বৃহস্পতিবার বেলা ১১ টায় শুরু হয় এ অভিযান।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতেই এ অভিযান। নিয়মিত অভিযানের পাশাপাশি নজরদারি অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, খাদ্যে ভেজাল পাওয়া গেলে জেল-জরিমানাসহ সংশ্লিষ্টদের ট্রেড লাইসেন্সও বাতিল করা হবে। এসময় তিনি ওষুধসহ অন্যান্য সামগ্রী উপর নজরদারিরও নির্দেশ দেন। এর আগে, বুধবার রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানে ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।
পাশাপাশি ৩ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। গত ৮ দিনে, ভেজালবিরোধী অভিযানে ৩৯ জনকে সাজা দেয়া হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














