বার বার লোকসান দিয়ে বিআরটিসি আর কতদিন চলবে বলে প্রশ্ন রেখেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে বিআরটিসি ভবনে এক সভার পর এ কথা বলেন তিনি। দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিআরটিসিতে ঠাঁই হবে না বলে হুঁশিয়ার করেছেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিলে বিআরটিসি কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। এসময় মন্ত্রী আরো বলেন, বিআরটিসির লোকসান আর সহ্য করবে না সরকার।নতুন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে বিআরটিসির কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন ওবায়দুল কাদের। সংস্থাটির লোকসানের কারণ হিসেবে দুর্নীতিবাজ কর্মকর্তাদের দায়ি করেন মন্ত্রী।

সড়ক পরিবহন মন্ত্রী অভিযোগ করে বলেন, কোটি কোটি টাকা দিয়ে নতুন গাড়ী কেনা হলেও বছর ঘুরতেই তা অচল হয়ে পড়ছে। বিআরটিসির বহরে নতুন গাড়ী হলেও এর সুবিধা জনগণ পাবে কিনা তা নিয়েও প্রশ্ন মন্ত্রীর।

ওবায়দুল কাদের,বলেন, অনেক দাম দিয়ে বিআরসিটি বাস কেনা হচ্ছে। কিন্তু কিছু দিন পর ডাম্পিংয়ে চলে যাচ্ছে। ফলে লোকসান গুনতে হচ্ছে সরকারকে। কতগুলো বাস ইজারা দেয়া হয়েছে তার হিসাব দিতে বিআরটিসি চেয়ারম্যানকে নির্দেশ দেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, সরকারি কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে গাড়ি কিনে এনে দেশের মানুষ কী সুফল পাচ্ছে তা দেখতে হবে। কর্মকর্তাদের সাথে বৈঠকের পর রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে