১১ দিন ধরে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বন্ধ। ফলে নতুন নিবন্ধন, পুনঃনিবন্ধন ও সংশোধন সব সেবাই বন্ধ। কমিশন বলছে, সার্ভারে সমস্যার কারণে এটি সাময়িক বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে গ্রাহক।
জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ময়মনসিংহ থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসেছেন শাহাবউদ্দিন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সার্ভার বিকল হওয়ায় সংশোধন হয়নি। জাতীয় পরিচয়পত্র হারিয়ে যাওয়ায় এসেছেন মানিকগঞ্জের দিলিপ কুমার। দুই দফা এখানে এসেও সমস্যার সমাধান পাননি। বাবার মৃত্যু হওয়ায় পরিচয়পত্র সংশোধন করতে চান মৌসুমী আক্তার। ফিরে গেছেন তিনিও। প্রতিদিন ৫ হাজার মানুষ এখানে সেবা নিতে আসেন। সে হিসেবে ১১ দিন কার্যক্রম বন্ধ থাকায় প্রায় ৫০ হাজার নাগরিক এ সেবা থেকে বঞ্চিত হয়েছেন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বলছে, ২০১১ সালে কেনা হয়েছিলো সার্ভার। সেই সার্ভারে এখন প্রায় ১১ কোটি ভোটারের তথ্য রয়েছে। তাই সার্ভারের ধারণক্ষমতা শেষ। নতুন সার্ভার কেনা এবং পুরোনাটা আপগ্রেড করার বিকল্প নেই।
সেবা পেতে আরো কিছু দিন ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছে পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














