রাজধানীসহ দেশের নয় জেলার ১১টি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে অভিযান চালিয়ে চিকিৎসকদের ব্যাপক হারে অনুপস্থিতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করেছে সংস্থাটি।

সোমবার সকাল নয়টায় এইসব চিকিৎসালয়ে একযোগে অভিযান শুরু করে দুদক। প্রায় তিনঘণ্টা চলা এ অভিযানে প্রতিষ্ঠানগুলোতে চরম অব্যবস্থাপনা ও রোগীদের ভোগান্তি দেখতে পায় তারা। এর মধ্যে ঢাকা মহানগরীর দু’টি হাসপাতালে ২৩০ চিকিৎসকের মধ্যে অনুপস্থিত ছিলেন ৯২ জন। আর উপজেলা পর্যায়ের ৮ হাসপাতালের ১৩১ চিকিৎসকের মধ্যে ৮১ জনই র্কমস্থলে অনুপস্থিত ছিলেন। দুপুরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।

দুদক মহাপরিচালক বলেন, স্বাস্থ্য খাতে এমন অবক্ষয় অত্যন্ত দুঃখজনক। অভিযানের সময় যেসব চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে, তাদের চিঠি দিয়ে সতর্ক করা হবে বলেও জানান তিনি।
রাজধানীর বাইরের প্রতিষ্ঠানগুলোর চিত্র বেশি ভয়াবহ বলে জানিয়েছে দুদক। ৭৩ জন চিকিৎসকের মধ্যে ৩৯ জনকে অনুপস্থিত পায় দুদকের দল। কর্তব্যে অবহেলা করা চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে , স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানায় দুদক।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














