রাজধানীতে গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরেনি। শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ছয় মাস পরেও সড়কে বাস চলাচলে পরিবর্তন না হওয়ায় হতাশ তাদের সহপাঠীরা। যাত্রী, চালক সবাই বলছেন- সড়কে যেনো কারও কোনো নিয়ন্ত্রণ নেই। এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্যও অনেকটাই দায়সারা।

গত বছরের ২৯ জুলাই জাবালে নূরের এই তিনটি বাসের প্রতিযোগিতায় প্রাণ হারায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী। এরপর আটক বাসগুলোর রুট পারমিট বাতিল করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে পরিবহন কোম্পানির মালিক, বাস চালক ও হেলপারসহ ছয়জনের বিরুদ্ধে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের প্রেক্ষাপটে হয়েছে সড়ক পরিবহন আইনের সংস্কারও।

তবে, ওই ঘটনার ছয়মাস পর এসে সড়ক ব্যবস্থাপনা নিয়ে হতাশ শহীদ রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীরা। বন্ধ হয়নি সড়কে বাস চলাচলে অসুস্থ প্রতিযোগিতাও। রাজধানীতে বাস বের হয়েছে তবে বাস থামে সড়কের মাঝেই, সেখানেই যাত্রীদের উঠানামা। কর্তৃপক্ষেরও গতানুগতিক আশ্বাস, সড়কে শৃঙ্খলা ফেরাতে আরও সময় প্রয়োজন।

যাত্রীরা বলছেন, রাজধানীর সড়ক নিরাপদ করতে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে শৃঙ্খলা ফেরানোর বিকল্প নেই। কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ারও দাবি তাদের।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














