গেল সেপ্টেম্বর থেকে রাজধানীর প্রধান সড়কে লেগুনা নামের এই যান চলাচল নিষিদ্ধ করেছিল ঢাকা মহানগর পুলিশ। এরপর কিছুদিন সড়কে লেগুনার দেখা না মিললেও আবারো ফিরে এসেছে আগের পরিস্থিতি। রাজধানীর প্রধান সড়কে ফিরে এসেছে লেগুনা। কিশোর চালক-হেলপাররা আগের মতই দাপিয়ে বেড়াচ্ছে লেগুনা নিয়ে।

এই যানবহনের বৈধতা নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি আছে চালকের লাইসেন্স না থাকারও অভিযোগ। দুর্ঘটনাও ঘটে প্রায়ই। তবে যানবাহন সংকটে যাত্রীরা বাধ্য হয়েই উঠছেন ঝুঁকিপূর্ণ এই লেগুনায়। বেশিরভাগ লেগুনা চালক কিশোর বয়সী। গাড়ি চালানোর লাইসেন্সও নেই। আবার কেউ কেউ জন্মসনদ জাল করে বিআরটিএতে ঘুষ দিয়ে লাইসেন্স নিয়েছে বলে স্বীকারও করেছে ক্যামেরার সামেন।

বিআরটিএ সূত্রে জানা গেছে, রাজধানীতে মোট পাঁচ হাজারের মত লাইসেন্স বৈধ লেগুনা আছে। তবে চলাচল করে ১০ হাজারের বেশি। নিষেধাজ্ঞা থাকার পরেও কিভাবে লেগুনা ঢাকার প্রধান সড়কে চলছে এ সম্পর্কে পুলিশ কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। রাস্তায় ট্রাফিক পুলিশের সদস্যরার কোন পদক্ষেপ নিচ্ছেন না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিষেধাজ্ঞা থোড়াই কেয়ার করে রাজধানীতে চলছে লেগুনা। নিষেধাজ্ঞা থাকা সত্বেও কোন ক্ষমতার বলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে চলছে এই অবৈধ লেগুনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। রাজধানীতে ঝুঁকিপূর্ণ এই লেগুনা বন্ধ করে গণপরিবহণ বাড়ানো দাবি জানিয়েছেন পথচারীরা।

নিউজ ডেস্ক || বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে