নির্ধারিত ফি জমা দিয়ে বছরের পর বছর ঘুরেও, মেশিন রিডেবল ডিজিটাল ব্লু বুক পাচ্ছেন না যানবাহন মালিক। এতে সড়কে মামলাসহ নানা হয়রানির মুখে পড়ছেন তারা। এসব অভিযোগের জবাবে বিআরটিএ বলছে, গত দুই বছর কার্ড সংকটে বিঘ্ন হয়েছে কার্যক্রম। এখন থেকে এ সমস্যা আর থাকছে না।
গাড়ি চুরি বন্ধ ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে মালিকানা নির্ধারণে কাগুজে বইয়ের বদলে ৬ বছর ধরে দেয়া হচ্ছে মেশিন রিডেবল, ডিজিটাল ব্লু বুক। আর এসব তৈরি করছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। এর কার্ড আমদানি বিদেশ থেকে হচ্ছে বলে জানাচ্ছে বিআরটিএর।
ডিজিটাল ব্লু-বুকের জন্য ফি নেয়া হচ্ছে ৫শ ৫৫ টাকা। জমার দেয়ার দু থেকে তিন মাসের মধ্যে তা হাতে পাওয়ার কথা গ্রাহকের। তবে গত দু’বছর ধরে মানা হচ্ছে না সে নিয়ম। প্রতিদিন লম্বা লাইনে দাঁড়িয়েও কার্ড না পেয়ে হতাশ হয়ে ফিরছেন মালিকেরা।
অভিযোগ, বিআরটিএ-এর অবহেলায়ই সময় মতো কার্ড পাচ্ছেন না তারা। এতে সড়কে মামলাসহ নানা হয়রানির সঙ্গে পড়তে হচ্ছে অর্থনৈতিক ক্ষতির মুখে। জবাবে বিআরটিএ বলছে, মেশিন রিডেবল ডিজিটাল ব্লু বুক জার্মানির প্রযুক্তি। কিছু দিন কার্ডের সংকট থাকলেও, এখন তা কেটে গেছে।
২০১৭ ও ২০১৮ সালে সারা দেশে ৯ লাখ ১৭ হাজার ৭৭২টি মোটরযান নিবন্ধন হয়েছে। এর বেশির ভাগ মালিকই এখনও পাননি ডিজিটাল ব্লু বুক।
নিউজ ডেস্ক || বিডি টাইম্স নিউজ














