বেতন দেরিতে হওয়া, ওভার টাইম কমানো, নতুন মজুরি বোর্ড বাস্তবায়নসহ নানা দাবিতে রাজধানীর মিরপুরে কালশীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। সকাল আটটা থেকে সড়কে অবস্থান নেন তারা।

শ্রমিকদের অভিযোগ, প্রতি মাসের ৫ তারিখের মধ্যে বেতন দেয়ার কথা থাকলেও বেতন দেয়া হচ্ছে দেরিতে। এতে নানা সমস্যায় পড়ছেন তারা। এছাড়া মজুরি বোর্ড হওয়ার পরও তা বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন শ্রমিকরা।

এসব দাবিতে সকাল থেকে আন্দোলন শুরু করলেও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস পাননি তারা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা। কালশীর পাশাপাশি রাজধানীর দক্ষিণখানেও একই দাবিতে বিক্ষোভ করছেন কয়েকটি গার্মেন্টেসের শ্রমিকরা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে