বেতন বৈষম্য নিরসনের দাবিতে সাভারের হেমায়েতপুরে বিক্ষোভ করেছে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। সকালে পদ্মার মোড় এলাকায় এ সংঘর্ষ হয়।

পুলিশ ও শ্রমিকরা জানায়, হেমায়েতপুরের শ্যামপুর এলাকার দীপ্ত পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তাদের সাথে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরাও আন্দোলনে যোগ দেয়।

পরে তারা হেমায়েতপুর-শ্যামপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয়। এসময় উভয় পক্ষের সংঘর্ষ বাঁধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে