জাতীয় পুরস্তানর প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ও অভিনয় শিল্পী সাইদুল আনাম টুটুল আর নেই। আজ বেলা তিনটায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৮ বছর বয়সে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চলতি বছরে ‘কালবেলা’ ছবিটি পরিচালনা করছিলেন সাইদুল আনাম টুটুল। এর আগে, ২০০৩ সালে মুক্তি পায় সাইদুল আনাম টুটুলের প্রথম ছবি ‘আধিয়ার’। এছাড়া দীপু নাম্বার টু, দহন, ঘুডিড ও দুখাইয়ের মতো জনপ্রিয় চলচ্চিত্রগুলোর সম্পাদনা করেছেন তিনি।
১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। গেল রোববার অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি করা হয় টুটুলকে। যুক্তরাষ্ট্রপ্রবাসী টুটুলের ছোট মেয়ে দেশে ফেরার পর বুধবার তাঁকে দাফন করা হবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














