দশ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা বেড়েছে চারগুণ। পাঁচগুণ হয়েছে বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা। ২০২১ সাল নাগাদ সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের লক্ষ্য থাকলেও তার আগেই প্রতিশ্রুতি পূরণ হবে বলে দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে মহাপরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। যার ফলে একের পর এক রেকর্ড হয়েছে বিদ্যুৎ উৎপাদনে। গত সেপ্টেম্বরে যা ছুঁয়েছে ২০ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার মাইলফলক। একই সাথে বেড়েছে গ্রাহক সংখ্যা, কমেছে সিস্টেম লস।

বিদ্যুৎ খাতের থিংকট্যাঙ্ক পাওয়ার সেলের তথ্য অনুযায়ী, ২০০৯ সালের আগে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হতো তিন হাজার ২৬৮ মেগাওয়াট। বর্তমানে তা বেড়ে ১১ হাজার ৬২৩ মেগাওয়াট হয়েছে। এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে দেশের ৯১ ভাগ মানুষ।

গত দশ বছরে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ২৭ থেকে বেড়ে হয়েছে ১২৬টি। নির্মাণাধীন রয়েছে আরও ৩৪টি। এ সময়ে গ্রাহক এক কোটি ৮০ লাখ থকে বেড়ে হয়েছে ৩ কোটি ১৫ লাখ। বাড়ানো হয়েছে বিতরণ সক্ষমতা।

তবে গ্রাহক পর্যায়ে কয়েক দফা বিদ্যুতের দাম বাড়ানোয় রয়েছে অসন্তোষ। দাম নিয়ন্ত্রণে রাখতে বিদ্যুৎ প্রকল্প গ্রহণে আরো সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে ২০২১ সালের মধ্যে ২৪ হাজার ও ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের।

 

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে