ওয়াসার অনিরাপদ পানি পরীক্ষা করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। প্রতিবেদন দিতে বলা হয়েছে দুই মাসের মধ্যে।
সকালে, বিচারপতি জে.বি.এম হাসান ও বিচারপতি খায়রুল বাশারের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে ওয়ার্ল্ড ব্যাংকের পানি দূষণ সংক্রান্ত এক প্রতিবেদন যুক্ত করা হয়। এতে বলা হয়েছে, দেশের ৮০ ভাগ পানি ইকোলাই ভাইরাসে দূষিত। পানি দূষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।
স্বাস্থ্য সচিব, ওয়াসার পরিচালকসহ ৮ জনকে দুই মাসের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














