তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে রাজধানীবাসী। সকালের ব্যস্ত সময়ে গ্যাস থাকছে না বেশির ভাগ এলাকায়। রোববার সকাল থেকে সংকট শুরু হলেও সোমবার তা আরও বেড়েছে। কর্তৃপক্ষ বলছে, কক্সবাজারের মহেশখালীতে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি- আর/পি/জি/সি/এলের প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাসের এই সংকট। তবে দ্রুত সমাধানের আশা করছে কর্তৃপক্ষ।
রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, রামপুরাসহ বেশ কিছু এলাকায় মাস খানেক আগে থেকেই দেখা দেয় গ্যাস সংকট। তবে রোববার থেকে তীব্র হয়েছে এই সমস্যা। মোহাম্মদপুরের ভুক্তভোগীরা জানান, প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত গ্যাস থাকে না চুলায়। দুপুরের পরে লাইনে গ্যাস আসলেও চাপ কম থাকায় বিপাকে পড়েন গ্রাহকরা।
কক্সবাজারের মহেশখালীতে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির প্ল্যান্টে যান্ত্রিক ক্রটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে সমস্যার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে দ্রুত সমস্যা সমাধানের আশা করছে তারা।
রাজধানীতে দিনে প্রায় এক হাজার সাতশো মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা হয় দেড় হাজার। তবে শনিবার রাতে মহেশখালীর আরপিজিসিএলের প্ল্যান্টে ত্রুটি দেখা দেয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














