সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতিতে অচল পুরো দেশ। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, মানুষ একপ্রকার কর্মহীন হয়ে পড়ছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিস কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।

রাজধানীসহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। ভোর থেকেই কোনো বাস চলছে না রাজধানীতে। সড়কে যানবাহন নেই, বিকল্প বাহনে অতিরিক্ত ভাড়া, দীর্ঘ পথ পায়ে হেঁটেও চলার উপায় নেই। দেশের সব শ্রেণী ও পেশার মানুষ দুই দিনে দিশেহারা হয়ে পড়েছেন। বিশেষ করে কর্মজীবী মানুষের যাত্রাবিরতি যে কতটা ভোগান্তিতে ফেলছে, তা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবে না।

মহাখালী, গাবতলী, কল্যাণপুর, সায়দাবাদ বাস র্টামিনালগুলোয় যাত্রীর চাপ নেই। দূরপাল্লার যাত্রীরা ট্রেনে করেই ঢাকা ছাড়ছেন। এতে রাজধানীর রেলস্টেশনগুলোয় চাপ বেশি। বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি চলাচলও কম।

রোববার সড়কে গাড়ি বের করায় নানাভাবে নাজেহালের অভিযোগ করেছেন চালক ও যাত্রীরা। ৮ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট শেষ হবে মঙ্গলবার ভোরে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে