রেলমন্ত্রীর ঘোষণার ১৬ মাস পরও চালু হয়নি পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ওই রুটের রেলপথ সংস্কার ও পুনঃনির্মাণ কাজ। তবে, নতুন কোচের অভাবে আন্তঃনগর ট্রেনটি এখনো চালু হয়নি বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
উত্তরের জেলা পঞ্চগড়ের সাথে রাজধানীর রেল যোগাযোগের প্রধান অবলম্বন দুইটি শাটল ট্রেন, যেগুলো দিনাজপুর হয়ে চলাচল করে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। তাই, দীর্ঘদিন ধরে সরাসরি ট্রেন চলাচলের দাবি জানিয়ে আসছেন পঞ্চগড়বাসী। দাবি বাস্তবায়নে দিনাজপুরের পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ১৫০ কিলোমিটার রেল লাইন ডুয়েল গেজে রুপান্তর করে রেলওয়ে। ৯৮২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শেষ হয় গত বছর।
২০১৭ সালের ১৭ জুন রেলমন্ত্রী মজিবুল হক পঞ্চগড় থেকে দিনাজপুর পর্যন্ত দুইটি শাটল ট্রেন উদ্বোধন করেন। সেসময় শিগগিরই পঞ্চগড়-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর আশ্বাস দেন রেলমন্ত্রী। যদিও বাস্তবায়ন হয়নি সে আশ্বাস। তবে, আগামী দুই এক মাসের মধ্যেই সরাসরি ট্রেন চালুর কথা জানালেন এই রেল কর্মকর্তা। সরাসরি ট্রেন চলাচল চালু হলে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের উন্নয়ন চিত্র পাল্টে যাবে বলে আশা করছেন সবাই।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ














