রাজধানীর রামপুরা ব্রিজ থেকে উত্তরা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় অন্তত দুই লাখ চুলা প্রতিদিন অবৈধ গ্যাস সংযোগে জ্বলছে। যার মধ্যে বাণিজ্যিক লাইন রয়েছে দুইশর বেশি। ফলে সরকার প্রতিবছর কমপক্ষে ২শ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। তিতাস আর দুর্নীতি দমন কমিশনের যৌথ অভিযানে এর সত্যতা মিলেছে।
শাহজাদপুরের খাবার হোটেল ফুড প্যালেস। হোটেলটিতে ব্যবহৃত হয় ১২টি গ্যাসের চুলা। কিন্তু কোন মিটার নেই। গ্যাস সিলিন্ডারের আড়ালেই আছে অবৈধ গ্যাস সংযোগ। রাজধানীতে তিতাসের ১৯টি জোনের মধ্যে কুড়িলেই সবচেয়ে বেশি অবৈধ সংযোগ রয়েছে বলে জানালেন একজন লাইনম্যান। লাইন টানার কাজ পাওয়া ঠিকাদারদের সাথে স্থানীয় প্রভাবশালীদের যোগসাজসে দেয়া হয় এসব সংযোগ।একটি বিতরণ লাইন হয় দশ লাখ টাকায় বিক্রিরও অভিযোগ রয়েছে।
তবে অবৈধ লাইনের বিষয়ে তেমন কিছু জানেন না জোনাল তিতাসের ম্যানেজার। অভিযানের সময় শাহজাদপুরের বেশিরভাগ খাবার হোটেল বন্ধ হয়ে যায়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ভবিষ্যতে তিতাসকে তাগিদ অব্যাহত রাখবে বলে জানায় দুদক। এসব অবৈধ সংযোগের সাথে তিতাসের কর্মকর্তাদের যোগসূত্র খতিয়ে দেখা হবে বলে জানায় দুদক।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














