বিধি-নিষেধের তোয়াক্কা না করে বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাজনৈতিক নেতাকর্মীদের ছবিসহ পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ঢেকে গেছে সাভারের সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও নামফলক। ফলে, শহরের সৌন্দর্য নষ্টের পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশ।
সাভারের ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের সবগুলো ফুটওভার ব্রিজের রেলিং-এ এভাবেই ঝুলছে বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিদের ব্যানার-ফেস্টুন। এছাড়া সড়ক বিভাজনের উপর সৌন্দর্য্য বর্ধনের জন্য লাগানো গাছের গায়েও লাগানো হয়েছে ব্যানার-ফেস্টুন। শুধু সড়কের আশপাশেই নয়, যতদূর চোখ যায়, রং বেরঙের তোরণ, ফেস্টুন, ব্যানার আর সাইন বোর্ড দিয়ে ঢেকে গেছে সরকারি অফিস-আদালত ও সড়ক-মহাসড়কের দুপাশ। বিধি-নিষেধ অগ্রাহ্য করেই এসব সাইন বোর্ড, ব্যানার, ফেস্টুন লাগানো হচ্ছে। এতে শহরের পরিবেশ ও সৌন্দর্য নষ্টের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও করছেন অনেকে।
যেখানে সেখানে না লাগিয়ে নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সাইজ ও রঙের ব্যানার-ফেস্টুন লাগানোর পরামর্শ এই বিশ্লেষকের। ব্যানার-ফেস্টুন অপসারণে অভিযান চালানোর কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জেলা প্রশাসনের সমন্বয় সভায় রাজনৈতিক নেতা-কর্মীদের সাথে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সাভারের সৌন্দর্য্য রক্ষায় ব্যানার-ফেস্টুন লাগানো প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ব্যক্তিরা নিজ থেকে সচেতন হবে, এমনটাই প্রত্যাশা সাভারবাসীর।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














