টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ১৯ এপিল অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ২০১৬ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ৬০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এর আগে ৮০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেয় কোম্পানিটি। সব মিলিয়ে এ হিসাব বছরের জন্য কোম্পানি কর্তৃপক্ষ মোট ১৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির ২০১৫ সালের ৯৬ শতাংশ মুনাফা থেকে এসব লভ্যাংশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
ঘোষিত লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ১৯ এপ্রিল সকাল ১০টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রাজধানীর রসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ১-তে এজিএম আয়োজন করা হবে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ১৪ টাকা ৫৯ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ২২ টাকা ৬৮ টাকা।গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২২৬ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ২৪১ টাকা ৫০ পয়সা।
গ্রামীণফোন ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন চার হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে এক হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা।