যাচাই-বাছাই ছাড়াই চুরি হওয়া গাড়ির মালিকানা বদলের অভিযোগ বিআরটিএর বিরুদ্ধে। চুরির পর দুই বার মালিকানা পরিবর্তন হওয়া এমন একটি গাড়ি এখন পুলিশ হেফাজতে। ঘটনার সত্যতা স্বীকার করে, সমস্যা সমাধান ও দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছে বিআরটিএ।
উত্তরার ফারুক মাহমুদ। বছর খানেক আগে তার এক্স করলা গাড়িটি ৫০ হাজার টাকা মাসিক চুক্তিতে ভাড়া দেন নাসিমা হায়দারকে। কিছু দিন পরই গাড়িসহ উধাও নাসিমা হায়দার। পুলিশের সহায়তার অনেক চেষ্টার পর গাড়িটির সন্ধান মেলে। কিন্তু তত দিনে গাড়িটির মালিকানা পরিবর্তন হয়েছে দুই বার।
গাড়িটি এখন আব্দুর রাজ্জাকের নামে। তার দাবি, মামুন হোসেন নামে এক ব্যক্তির কাছে থেকে তিনি গাড়িটি কিনেছেন। ঘটনার সত্যতা স্বীকার করছে বিআরটিএ-এর কর্মকর্তারা। অতীতে ইঞ্চিন নম্বর পরিবর্তন করে চুরির গাড়ি বিক্রি হতো। কিন্তু নম্বর ঠিক রেখে মালিকানা পরিবর্তনের ঘটনা খুব একটা ঘটে না। তবে, দুর্নীতির দায় নিতে রাজি নয় কেউ।
বিষয়টি নিয়ে ফারুক ও রাজ্জাক পাল্টাপাল্টি সাধারণ ডায়রি করেছে। তাই বিষয়টি নিস্পত্তি না হওয়া পর্যন্ত গাড়িটি হেফাজতে রাখবে পুলিশ। গাড়ি চুরি চক্রের সন্ধানে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














