ইসলামী বিশ্ববিদ্যালয়ে শনিবার প্রশাসনভবনের তৃতীয়তলায় স্টেকহোল্ডারর্স ওয়ার্কশপ অন কোয়ালিটি এস্যুরেন্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)’র পরিচালক প্রফেসর ড. এ কে এম আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী নবাগত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে সেই উপযোগী করে তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে।
পাশাপাশি একুশ শতকের উপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করে সেই অনুযায়ী পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে দেশ যে এগিয়ে যাচ্ছে তার একটি প্রকৃষ্ট উদাহরন দক্ষিন এশিয়ায় মানব উন্নয়ন সূচকে আমরা আজ প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছি। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বিশ্ববিদ্যালয় আর্ন্তজাতিকীকরনের পথে সকলে দল,মত, পথ নির্বিশেষে যার যার অবস্থান থেকে কাজ করবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান নবাগত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, তোমরা তোমাদের ক্যারিয়ারের ভোর বেলাতে আছো। সারা বেলা কিভাবে চলবে তার জন্য এই প্রশিক্ষন কর্মশালা। এই প্রশিক্ষন কর্মশালার মধ্যে ভবিষ্যৎতে নিজেদের শিক্ষকতা পেশা ও দক্ষতাকে বিকশিত করবার দিকনির্দেশনা পেতে পার। তিনি আরো বলেন, আমিই প্রথম নিজেকে নিজে মুল্যায়ন করতে পারি। সেজন্য নিজেকে নিজে মুল্যায়ন করে দক্ষ একাডেমিসিয়ান হিসাবে গড়ে তুলতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা সমৃদ্ধ হলে শিক্ষার্থীরা সমৃদ্ধ হবে বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হবে। অপর বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, কিভাবে নিজেকে গড়ে তোলা যায় বিশ্ববিদ্যালয়ের ও দেশের স্বার্থে সেদিক সবসময়ে সজাগ থাকতে হবে। তিনি বলেন বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়কে আর্ন্তজাতিকীকরনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তোমাদেরকেও সেই মানের শিক্ষা নিশ্চিত করতে হবে নিজ নিজ শ্রেণীকক্ষে ।
অনুষ্ঠানে রিসোর্স পারসন ছিলেন আমেরিকার নিউইয়ার্কের আশা কলেজ এবং মেট্রোপলিটন কলেজের শিক্ষক আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রফেসর ড. মাহবুবুল জোয়াদ্দার। দিনব্যাপী ওয়ার্কশপে কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কাজী আকতার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতিবৃন্দ ও নবাগত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্স নিউজ