পাইপলাইনে সরবরাহ করা ৮০ ভাগ পানিতে ডায়েরিয়ার জীবাণু রয়েছে। বিশ্বব্যাংকের একটি গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। সকালে রাজধানীর একটি হোটেলে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশে পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যগত ও দারিদ্র্যতা নিয়ে গবেষণা করে বিশ্বব্যাংক। রিপোর্টে উঠে এসেছে উত্তোলিত পানির ৪১ শতাংশে পাওয়া গেছে ডায়েরিয়ার জীবাণু আর ১৩ শতাংশ পানির উৎসে আর্সেনিক রয়েছে। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, জনসংখ্যা বাড়ার সাথে সাথে পানির চাহিদাও বাড়ছে। বিশুদ্ধ পানি সরবরাহ করাই সরকারের জন্য চ্যালেঞ্জ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














