বাংলাদেশের অন্যতম শিক্ষা সহযোগীতা মুলক সংগঠন ’দুর্বার বাংলাদেশ’। ’শিখবো , শেখাবো, গড়বো দুর্বার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কাজ করছে শিক্ষা সহযোগীতামূলক এ সংগঠনটি। এরই ধারাবাহিকতায় আগামীকাল ৩১ শে জুলাই মঙ্গলবার ’দুর্বার বাংলাদেশ’ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘উদ্যোক্তাদের গল্প শুনি‘ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে অনুষ্ঠানে দেশের অনত্যম বৃহৎ চারটি প্রতিষ্ঠান যোগদান করবে। অুনষ্ঠানে চাকরীর আবেদন করার সুযোগ থাকছে।
চারটি কোম্পানী যথাক্রমে এ.এন.এইচ এন্টারপ্রাইজ লিমিটেড, নেশনটেক কমিউনিকেশনস লিমিটেড, ‘চিচিং বাংলাদেশ ও ডিক্যাস্টালিয়া।
অনুষ্ঠানে ‘এ.এন.এইচ‘র প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ এম হানিফ টলিন, ‘নেশনটেক কমিউনিকেশনস লিমিটেড‘এর প্রতিষ্ঠাতা ও সিইও ইফতেখারুল ইসলাম শিমুল, ‘চিচিং বাংলাদেশ‘র প্রতিষ্ঠাতা ও সিইও জালাল উদ্দিন তুহিন, বাংলাদেশ এর অন্যতম তরুন নারী উদ্যোক্তা আইটি প্রতিষ্ঠান ডিক্যাস্টালিয়ার সহ-প্রতিষ্ঠাতা সাবিলা ইনুন এবং ‘দুর্বার বাংলাদেশ‘র প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহমুদ হাসান রনি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ৩১ জুলাই সকাল ৯:৩০ থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইসলামী বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা উপস্থিত থাকবেন।
’উদ্যোক্তাদের গল্প শুনি’ শীর্ষক এ অনুষ্ঠানে দেশের স্বনামধন্য তিনটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইওদের আমন্ত্রন করা হয়েছে যাতে করে শিক্ষার্থীরা তাদের জীবনের গল্প গুলো শুনে তা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যোমে স্বপ্ন দেখা ও তা বাস্তবায়নের প্রচেষ্টা চালাতে যথেষ্ঠ আত্মবিশ্বাস অর্জন করতে পারে।
অনুষ্ঠানটিতে স্বাগত বক্তা হিসেবে ’দুর্বার বাংলাদেশ’ ইবি শাখার সাধারন সম্পাদক হুমায়ূন কবির শুভ বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন ইবি শাখার ভারপ্রাপ্ত ’সভাপতি’ মুমতাহিনা মুমু।
অনুষ্ঠানে রেজিস্ট্রেশনকৃত চতুর্থবর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা এ.এন.এইচ এর জন্য সিভি জমা দিতে পারবে।’
রেজিস্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট প্রদান করবে সংগঠনটি। এছাড়া ৫জন গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরনন ও ইসলামী বিশ্ববিদ্যালয়েল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এর লাইব্রেরীতে বই উপহার দিবে সংগঠনটি।
উক্ত অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ’জাগোনিউজ টোয়েন্টি ফোর ডট কম’ সার্বিক সহযোগীতা করবে।
বিডি টাইম্স নিউজ