নিজস্ব প্রতিবেদক: আকুপাংচার হল প্রাচীন চীনা ওষুধ থেকে প্রাপ্ত একটি চিকিৎসা। থেরাপিউটিক বা প্রতিরোধমূলক উদ্দেশ্যে শরীরের নির্দিষ্ট স্থানে সূক্ষ্ম সূঁচ ঢোকানোর মাধ্যমে এই চিকিৎসা পদ্ধতির শুরু। দেশে এই আকুপাংচার পদ্ধতিতে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে শশী হাসপাতাল।
রাজধানীর শান্তিনগরে অবস্থিত এই হাসপাতাল রোগীদের মধ্যে নতুন দিগন্তের সুচনা করেছে। যা নতুন করে সুস্থ ভাবে বেচে থাকার প্রয়াস যোগাচ্ছে। চিকৎসা সেবার মান বজায় রেখে রোগীদের সাথে সম্পর্ক তৈরি করেছে শশী হাসপাতাল। দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকরা দিয়ে যাচ্ছেন সার্বোক্ষনিক সেবা । এছাড়াও দেশী-বিদেশী প্রখ্যাত ফিজিওথেরাপিষ্ট বিশেষজ্ঞদের তত্বাবধানে বিশ্বমানের চিকিৎসা প্রদান করছে যা সুস্থ্য ও স্বাভাবিক জীবনের অনুপ্রেরনা জগাচ্ছে রোগীদেরকে।
বাংলাদেশে আকুপাঙ্কচার চিকিৎসা পদ্ধতিকে পরিচয় করিয়ে দিয়েছেন, শশী হাসপাতালের ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ সজীব শেখ। নিজস্ব নেতৃত্বগুণে দক্ষভাবে পরিচালনা করছেন সজীব শেখ। মাত্র ৫’জনকে নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে আজ কর্মসংস্থান হয়েছে দেড়শোরও বেশি মানুষের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন শান্তিনগর চৌরাস্তায় অবস্থিত শশী হাসপাতালে। সকল রোগীকে নিজ তত্ত্বাবধানে রেখে সেবা-শুশ্রুষা করতে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে শশী হাসপাতাল। প্রতিটি রোগীকে অত্যন্ত আন্তরিকতার সাথে দেয়া হয় চিকিৎসা সেবা।যা রোগীর সুস্থতায় গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে। রোগীদের সাথে নিয়মিত যোগাযোগ, বিশ্রাম ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে কাঙ্খিত মান অক্ষুন্ন রাখার জন্য গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে শশী হাসপাতাল।
হাসপাতালটির নানা বিষয় নিয়ে বিডি টাইম্স নিউজের সাথে কথা বলেছেন শশী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সজীব শেখ। জানিয়েছেন, সাফ্যাল্যের পিছনের কথা।
বিডি টাইম্স নিউজ – কর্মব্যস্ত সময় পার করছেন, দায়িত্বপূর্ণ জায়গা থেকে দিনাতিপাতের গল্প শুনতে চাই
মোহাম্মদ সজীব শেখঃ স্বাভাবিকভাবে প্রতিনিয়ত কাজ করছি বা কাজের মধ্যে আছি। দৈনন্দিন কিছু রুটিন ওয়ার্ক এর সাথে যুক্ত থাকতে হয় পাশাপাশি প্রতিষ্ঠানের নির্বাহী পর্যায়ের কাজগুলোও দেখভাল করতে হয়। এছাড়া সেবামূলক প্রতিষ্ঠান হওয়ায় সেবার মানের ধারবাহিকতা রক্ষার জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকে।
বিডি টাইম্স নিউজ – শশী হাসপাতালের শুরু থেকে আপনি সম্পৃক্ত। তখন কি কিছুটা চ্যালেঞ্জ অনুভব করেছিলেন?
মোহাম্মদ সজীব শেখঃ চালেঞ্জ বলতে নিজের কাছে নিজেরই মনস্তাত্ত্বিক চ্যানেঞ্জ ছিল যে, প্রতিষ্ঠানটি যাতে ভালো করে সেজন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করতে হবে। তখন আমার কোন পদ বা পজিশন নিয়ে বলা হয়নি বা আমিও ভাবিনি, চিন্তায় আসেনি। ভেবেছি কাজ করে যেতে হবে।
বিডি টাইম্স নিউজ – আকুপাংচার চিকিৎসা সেবা গ্রহণের জন্য মানুষ শশী হাসপাতালে আসছে, দিনদিন সেই সংখ্যা বাড়ছে। ভবিষ্যত পরিকল্পনা কি?
মোহাম্মদ সজীব শেখঃ বর্তমানে আকুপাংচার শব্দটি উচ্চারণ করলে কোন না কোন ভাবে শশী হাসপাতালের নাম চলে আসে। এটি হয়তো বিভিন্নভাবে আমরা বুঝতে পারি।কারণ সেবাগ্রহীতারা চিকিৎসার জন্য আস্হা নিয়ে আসছেন এবং চিকিৎসা নিচ্ছেন। এতে করে আমাদের এক ধরনের দায়বদ্ধতাও বাড়ছে। তাই আমরা চাই যতোজনই সেবা গ্রহীতা শশী হাসপাতালে চিকিৎসার জন্য আসবেন, তাঁদের সঠিক চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখা। আর সেবাগ্রহীতার সংখ্যা যেহেতু দিনদিন বাড়ছে তাই পরিকল্পনায় রয়েছে শশী হাসপাতালের পরিধি বাড়ানো। সেই সাথে দক্ষ জনবলের সম্পৃক্ত ঘটানো।
বিডি টাইম্স নিউজ – ভিজিটিং কনসালট্যান্ট হিসেবে শশী হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছেন আকুপাংচার বিশেষজ্ঞ এসপি ডাঃ এস.এম শহীদুল ইসলাম, পিপিএম। তাঁর ভূমিকা সম্পর্কে জানতে চাই।
মোহাম্মদ সজীব শেখঃ আসলে ডাঃ এস.এম শহীদুল ইসলাম স্যার এর নেতৃত্বে দক্ষ চিকিৎসকগণের আন্তরিক প্রচেষ্টায় শশী হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়। তবে আকুপাংচার চিকিৎসায় ডাঃ এস. এম শহীদুল ইসলাম স্যার এর ভূমিকা তাৎপর্যপূর্ণ। কারণ বাংলাদেশে আকুপাংচার চিকিৎসায় ডাঃ এস. এম শহীদুল ইসলাম স্যারকে পাইওনিয়ার আকুপাংচার বিশেষজ্ঞ হিসেবে আখ্যায়িত করা হয় এবং তাঁর নেতৃত্বে শশী হাসপাতালে আকুপাংচার চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বর্তমানে স্যার শুধু শশী হাসপাতালেই ভিজিটিং কনসালট্যান্ট হিসেবে চিকিৎসা সেবা প্রদান করছেন। ফলে চিকিৎসা সেবা প্রদানের সম্পূর্ণ পরিকল্পনা ডাঃ এস.এম. শহীদুল ইসলাম স্যারকে কেন্দ্র করে আর্বতিত হয় এবং এতে করে আমরা সফল হয়েছি।এজন্য আমরা স্যারকে সবসময় কৃতজ্ঞতা জানাই, সেইসাথে শশী হাসপাতালে স্যারের সম্পৃক্ততা আমাদেরকে আরও বেশী উজ্জীবিত করে সামনে এগিয়ে যেতে।
বিডি টাইম্স নিউজ – শশী হাসপাতালে কি ধরনের চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ রয়েছে?
মোহাম্মদ সজীব শেখঃ আমরা একটি সমন্বিত চিকিৎসা প্রদান পদ্ধতি নিয়ে আগাচ্ছি। বিশেষ করে চিকিৎসা সেবা প্রদানে গুণগত মান ও আধুনিক যন্ত্রপাতির যথার্থ সমন্বয় রয়েছে এখানে। শশী হাসপাতালে আকুপাংচার, বাথ, ব্যাথা, প্যারালাইসিসের চিকিৎসাসহ ফিজিওথেরাপি, চেষ্টা থেরাপি, অকুপেশনাল থেরাপি, চাইনিজ ফুট থেরাপি, আকুপ্রেসার, থোলিয়াও, সাইকো থেরাপি, ওজন থেরাপি,অটিজম চিকিৎসা, সিভিএফটি ও ব্রেন স্টিমুলেটরসহ মোট ২৫ ধরনের চিকিৎসা চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বিডি টাইম্স নিউজ – অর্গানিক খাবার নিয়েও আপনারা কাজ করছেন। কি ধরনের পরিকল্পনা রয়েছে আপনাদের?
মোহাম্মদ সজীব শেখঃ আমরা অর্গানিক খাদ্যকে উৎসাহিত করি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এ ধরনের খাবার সরাসরি উৎপাদন করে তা সরবরাহ করছি। বিশেষ করে শশী অর্গানিক ফুডের ডিম, লিক, ঢেঁকি ছাটা চাল, শশী মরিঙ্গা চা ভোক্তাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছ। বিশেষ করে টি ব্যাগে মরিঙ্গা চা সরবরাহে আমরাই প্রথম ফলে সজনে পাতার চা বা মরিঙ্গা চা নিয়েও আমাদের বৃহৎ পরিকল্পনা রয়েছে। সবকিছু মিলিয়ে এখন সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।
বিডি টাইম্স নিউজ – সামাজিক দায়বদ্ধতাকে আপনারা কিভাবে দেখেন?
মোহাম্মদ সজীব শেখঃ আমরা বিশ্বাস করি শশী হাসপাতাল ও সেবাগ্রহীতাদের সম্পর্ক পারস্পরিক আস্হা ও বিশ্বাসের। সেক্ষেত্রে আমরা সামাজিক দায়বদ্ধতাকে সবসময় গুরুত্ব দিয়ে থাকি। বিশেষ করে আমাদের কর্মকাণ্ডে সমাজ যাতে কোন ভুল বার্তা না পায় সেটি গুরুত্ব দিয়ে দেখা হয়। সেজন্য মানুষের সেবা করার যে ব্রত আমরা গ্রহণ করেছি তা সমাজের জন্য কল্যাণকর হোক এই প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে।
বিডি টাইম্স নিউজ – আপনাকে ধন্যবাদ
মোহাম্মদ সজীব শেখঃ বিডি টাইম্স নিউজকেও অনেক ধন্যবাদ।