আবারও রাজধানীর বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি)। সময়কাল আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৮টা থেকে শনিবার (৩ ডিসেম্বর) মধ্যরাত পর্যন্ত।
বিআরটির ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম জানান, এই সড়কের মহাখালীমুখী চার লেনের দুইটিতে উন্নয়ন কাজের সময় যানজটের শঙ্কা রয়েছে। এ কারণে ওই সময়ে অতি প্রয়োজন ছাড়া সেখানে চলাচল না করার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, চার লেনের এই সড়কের দুই লেনের সঙ্গে আরও একটি লেনের ব্যবস্থা করা হয়েছে। এতে তিন লেন দিয়ে চলাচল করতে পারবে যানবাহন। তারপরও যানজটের শঙ্কায় সড়কটি এড়িয়ে চলতে বলা হয়েছে। এর আগে, একই কারণে ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত যান চলাচল সীমিত রাখা হয়েছিল।














