বিভাগীয় গণ সমাবেশের অংশ হিসেবে আগামী ১০’ই ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি। সমাবেশস্থলের অনুমতির জন্য নবনিযুক্ত ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করতে ডিএমপি কার্যালয়ে গেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার বিএনপি নেতারা মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে আসেন। আগামী ১০’ই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বিভাগীয় গণসমাবেশ রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে করতে চায় বিএনপি। সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে আবেদনও করেছে দলটি। তবে বিকল্প ভেন্যুর প্রস্তাব চেয়েছে ডিএমপি।
আজ মঙ্গলবার (১৫ই নভেম্বর) সকালে সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও সমাবেশের বিকল্প ভেন্যুর প্রস্তাব চেয়েছেন ডিএমপি কমিশনার। যদিও বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত নয়াপল্টনে সমাবেশ করার, তবে পল্টনে অনুমতি না পেলে আবারও ভেন্যু বিবেচনা করা হবে। বিএনপির এই নেতা বলেন, ১০ই ডিসেম্বর বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে পুলিশকেই এর দায়ভার নিতে হবে। এদিকে দলটির ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উলাহ আমান বলেছেন, ১০ই ডিসেম্বর (শনিবার) আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব। গণসমাবেশ করার অনুমতি ও সমাবেশ চলাকালীন প্রশাসনের সহায়তা চাইতেই বৈঠক হয়েছে। তিনি বলেন, বৈঠকে ডিএমপি কমিশনার সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি নয়াপল্টনে সমাবেশ করার অনুমতির বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।এর আগে এদিন সকাল ১০টা ২০ মিনিটে আমান উল্লাহ আমানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে হাজির হন। এরপর দলের পক্ষে ১০ই ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি জমা দেন। এরপরই ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির প্রতিনিধি দল।
ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে ডিএমপি কমিশনার কার্যালয়ে গেছেন—ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্যসচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু উপস্থিত ছিলেন। জানা গেছে, সমাবেশের অনুমতিসহ বেশ কিছু বিষয় নিয়ে বিএনপি নেতারা ডিএমপি পুলিশ প্রধানের সঙ্গে আলোচনা করেছেন।