২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের দাবিতে শুরু হয়েছে গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম। একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার বিষয়টি সারা বিশ্বে তুলে ধরতে দুপুরে রাজধানীর তেজগাঁও কলেজে ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’র আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
২৫ শে মার্চ বাঙালিদের ওপর পাকিস্তানি বাহিনীর নৃশংস গণহত্যাকে আন্তজার্তিক স্বীকৃতি দিতে জাতিসংঘের কাছে পাঠানো হবে লাখো বাঙালির স্বাক্ষর। যার মাধ্যমে বিশ্ববাসীর কাছে উন্মোচিত হবে নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস।শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁও কলেজে এ গণস্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। গণস্বাক্ষরে অংশ নিয়ে এ অভিযানকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।গত মাসে সংসদের অধিবেশনে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনে সংসদে প্রস্তাব আনা যেতে পারে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ