কুষ্টিয়া প্রতিনিধিঃ কে. এস. এম. ঢাকা মিনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এ প্যাসকেল সায়েন্স ক্লাবের উদ্যেগে বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার কর্তৃক বাস্তবায়নকৃত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীনে দ্বিতীয় পর্বে বিজ্ঞান মেলা, দেওয়াল পত্রিকা প্রকাশ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কে. এস. এম. ঢাকা মিনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এ প্যাসকেল সায়েন্স ক্লাব এর আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মো: জামাল উদ্দীন। তিনি বলেন, “বিজ্ঞান মেলা আর বিজ্ঞানভিত্তিক কুইজ এর মাধ্যমে বিদ্যালয় থেকে ক্ষুদে বিজ্ঞানীক বেড়িয়ে আসবে।” বিদ্যালয়ে প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কে. এস. এম. ঢাকা মিনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক জনাব মো: জামাল উদ্দীনসহ অন্যান্য শিক্ষকগণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফেয়ার এর পক্ষ থেকে প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ উপস্থিত ছিলেন।
মেলায় শিক্ষার্থীরা একক এবং গ্রুপভিত্তিক বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি ও প্রদর্শন করে। অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকগণ ঘুরে ঘুরে প্রজেক্ট দেখেন। এছাড়াও দু’টি গ্রুপের ক গ্রুপ (৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী) এবং খ গ্রুপ (৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী) এর মধ্যে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার ও পুরুষ্কার বিতরণ করা হয়।কে. এস. এম. ঢাকা মিনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এ ফ্রি বিদ্যুৎ, বারিপাম্প, হাইড্রোলিক টাটা, স্যালো মেশিন, এপিজি, আগুনের কূপ নামক প্রজেক্ট প্রদর্শন করে দেখায়।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ