১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরের ঐতিহাসিক ঘটনার স্মৃতি ধরে রাখতে নির্মাণ করা হয় ভাস্কর্য।

কিন্তু সংস্কারের অভাবে ওই সব ভাস্কর্য এখন জরা জীর্ণ। তবে দ্রুত এগুলো সংস্কারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রশাসন। তবে অযত্ন আর অবহেলায় সেগুলো এখোন জরাজীর্ণ। নেই সংস্কারের কোনো উদ্যোগ। এদিকে, প্রশাসনের কর্মকর্তারা জানান, দ্রুত সংস্কারের বিষয়টি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

এই মুজিবনগর হাতছানি দেয় নানা ইতিহাস জানার। ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন হয় বাংলাদশের অস্থায়ী সরকার। ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আমবাগানে অনুষ্ঠিত হয় অস্থায়ী সরকারের শপথ গ্রহণ। সেই ইতিহাসকে টিকিয়ে রাখতেই নির্মাণ করা হয় এসব ভাস্কর্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে